৪১ রানে হার। টি-টোয়েন্টিতে এটাকে বড় হারই বলে। অথচ টার্গেটটা ছিল মাত্র ১৬৯ রানের। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ এই ১৬৯ রান করেছিল। এদিন লড়াইটাও করতে পারল না জাকের আলীর নেতৃত্বাধীন দল।
সাইফের লড়াকু ইনিংস সত্ত্বেও ৩ বল বাকি থাকতেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ৫১ বলে সাইফ করেন ৬৯ রান। জিতে ভারত উঠল এশিয়া কাপের ফাইনালে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ এখন অঘোষিত সেমিফাইনাল, যে... বিস্তারিত