শজিমেক ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

2 hours ago 6
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।  ঘোষিত কমিটিতে শেখ শাকির ইবনে সাইখ রিচি সভাপতি, গালিব আল মুগনী সাধারণ সম্পাদক এবং রাইসুল ইসলাম ধ্রুব সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ জানান, নতুন নেতৃত্ব ঘোষণার পর শজিমেক ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব তারেক রহমানের দিকনির্দেশনায় ছাত্রদলের আন্দোলন-সংগ্রামকে বেগবান করবে এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Read Entire Article