কিশোরগঞ্জের মনু মিয়া একজন গোরখোদক। গত পঞ্চাশ বছর ধরে তিন হাজারের বেশি মানুষের শেষ ঘর- কবর খুড়েছেন মনু মিয়া। কেউ মারা গেছে শুনলেই খুন্তি, কোদালসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে। হ্যাঁ, ঘোড়ায় করে ছুটতেন মনু মিয়া।
কিন্তু মনু মিয়ার ঘোড়াটা আর নেই। অসহায় মনু মিয়া চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি। এই সময় কে বা কারা তার ঘোড়াটাকে মেরে ফেলেছে। মনু মিয়ার কাছে ঘোড়াটা... বিস্তারিত