শতভাগ পাসের সাফল্যে দারুস সুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসা

2 months ago 8
কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শুভপুর ইউনিয়ন পাশাকোট দারুস সুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসা বরাবরের মতো এবারও শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। চলতি বছর কুমিল্লা বোর্ডে এবং চৌদ্দগ্রাম উপজেলায় মাদ্রাসার ঘোষিত ফলাফলে বিপর্যয় হলেও পাশাকোট দারুস সুন্নাহ মাদ্রাসা ৭টি এ প্লাসসহ শতভাগ পাস করায় পুরো উপজেলায় প্রশংসা কুড়িয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) মাদ্রাসা বোর্ডের প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে দেখা যায়, সাবেক চেয়ারম্যান আলহাজ আলমগীর কবির মজুমদার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসার ২০২৫ সেশনের দাখিল পরীক্ষায় ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই কৃতিত্বের সঙ্গে পাস করে। এর মধ্যে গোল্ডেন এ প্লাস দুজন, এ প্লাস সাতজন, এ গ্রেড ২৫ জন এবং এ মাইনাস গ্রেড পেয়েছে আটজন। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আলমগীর কবির মজুমদার কালবেলাকে বলেন, চলতি বছরে মাদ্রাসা বোর্ডের ঘোষিত দাখিল ২০২৫-এর ফলাফলে চৌদ্দগ্রাম উপজেলায় ফলাফল বিপর্যয় ঘটে। এই বিপর্যয়ের মধ্যেও মহান আল্লাহর অশেষ রহমতে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আমি পাসাকোট দারুসসুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসার একজন খাদেম হিসেবে যতটুকু সম্ভব হচ্ছে সহযোগিতা করে আসছি। মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুম বিল্লাহ জানান, প্রতিষ্ঠানটির ধারাবাহিক ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, এলাকাবাসীসহ মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্টদের সহযোগিতাও উল্লেখযোগ্য। ভবিষ্যতেও ধারাবাহিক ভালো ফলাফল অর্জনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
Read Entire Article