শতাধিক ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাওয়ালেন তরুণরা

রংপুরের পীরগাছায় শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষকে এক বেলা খাওয়ালেন তরুণরা। শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ, রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে জড়ো হওয়া ভিক্ষুক, সাহায্যপ্রার্থীসহ বাজারের ভাসমান ছিন্নমূল মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন তারা।  তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পীরগাছা বন্ধু মহল’ নামে একটি গ্রুপ রয়েছে। এই গ্রুপের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে সামাজিক, সচেতনতামূলক ও মানবিক কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার জনৈক শারমিন ও ইতালি প্রবাসী আনোয়ার হোসেনের সহযোগিতায় শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে এক বেলা খাবারের আয়োজন করেন তরুণরা। গ্রুপের অ্যাডমিন এসএম মাসুদ রানা জানান, তারা ২০২৩ সালে ‘পীরগাছা বন্ধু মহল’ গ্রুপটি খোলেন। বর্তমানে তাদের ২৬ হাজার সদস্য রয়েছে। দীর্ঘদিন থেকে তারা গরিব-দুস্থদের নলকূপ প্রদান, বাড়ি তৈরি করে দেওয়া, পুরো মাসের বাজার করে দেওয়া, চিকিৎসা সহায়তাসহ নানাবিধ সামাজিক কাজ করে আসছেন। এ কাজে এলাকার তরুণদের ব্যাপকভাবে তারা সম্পৃক্ত করেছেন। তিনি আরও জানান, তরুণরা ভালো কাজের প্রতি দিন দিন উৎসাহী হচ্ছেন। তারা সামাজিক ও মানবি

শতাধিক ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাওয়ালেন তরুণরা

রংপুরের পীরগাছায় শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষকে এক বেলা খাওয়ালেন তরুণরা। শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ, রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে জড়ো হওয়া ভিক্ষুক, সাহায্যপ্রার্থীসহ বাজারের ভাসমান ছিন্নমূল মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন তারা। 

তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পীরগাছা বন্ধু মহল’ নামে একটি গ্রুপ রয়েছে। এই গ্রুপের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে সামাজিক, সচেতনতামূলক ও মানবিক কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার জনৈক শারমিন ও ইতালি প্রবাসী আনোয়ার হোসেনের সহযোগিতায় শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে এক বেলা খাবারের আয়োজন করেন তরুণরা।

গ্রুপের অ্যাডমিন এসএম মাসুদ রানা জানান, তারা ২০২৩ সালে ‘পীরগাছা বন্ধু মহল’ গ্রুপটি খোলেন। বর্তমানে তাদের ২৬ হাজার সদস্য রয়েছে। দীর্ঘদিন থেকে তারা গরিব-দুস্থদের নলকূপ প্রদান, বাড়ি তৈরি করে দেওয়া, পুরো মাসের বাজার করে দেওয়া, চিকিৎসা সহায়তাসহ নানাবিধ সামাজিক কাজ করে আসছেন। এ কাজে এলাকার তরুণদের ব্যাপকভাবে তারা সম্পৃক্ত করেছেন।

তিনি আরও জানান, তরুণরা ভালো কাজের প্রতি দিন দিন উৎসাহী হচ্ছেন। তারা সামাজিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠছেন। উপজেলার পবিত্রঝাড় গ্রামের স্বামী-সন্তানহীন বৃদ্ধা নয়ামাই বেওয়া জানান, সব কিছুর দাম এত বেশি যে, তিনি অনেক দিন ধরে ভালো খাবার খান না। তরুণদের দেওয়া বিরিয়ানি তৃপ্তি সহকারে পেট ভরে খেয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow