শবনম ফারিয়াকে সারজিসের পরামর্শ

2 hours ago 3

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এলেন এক ব্যতিক্রমী কারণে। বর্তমানে ব্যস্ত শুটিং সূচি থেকে কিছুটা বিরতি নিয়ে পরিবারকে নিয়ে ঘুরতে যেতে চান তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে পঞ্চগড় বা কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি ২-৩ দিনের জন্য কোনো রিসোর্ট বা স্টে-হোমের খোঁজ চেয়ে পোস্ট দেন এই তারকা। আর সেখানেই ঘটল চমক, তার এই পোস্টে সাড়া দিলেন এনসিপি নেতা সারজিস আলম।

অভিনেত্রী তার পোস্টে লিখেছিলেন, পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোমের মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?

এরপর নেটিজেনদের অনেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে মন্তব্য করতে থাকেন। এরই মধ্যে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। 

তিনি লেখেছেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তা ছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম।’

সারজিসের এমন মন্তব্যে বিপুল পরিমাণ সাড়া পড়েছে সেই পোস্টটিতে এবং তার মন্তব্যের উত্তরে শবনম ফারিয়া লেখেন, ‘ধন্যবাদ সারজিস’।

Read Entire Article