শব্দদূষণরোধে জনসচেতনতার বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক

3 months ago 15

জনগণের সচেতনতাই ঢাকা শহরকে শব্দদূষণের ভয়াবহতা থেকে রক্ষা করতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

বুধবার (৭ মে) রাজধানীর গুলশান ২ নম্বর সিগন্যালে শব্দদূষণরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজাতে নিরুৎসাহিতকরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তরের গুরুত্বপূর্ণ করিডোরের সিগন্যালগুলোতে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তা অযথা হর্ন বাজানো গাড়ির চালককে শনাক্ত করা হবে এবং প্রচলিত আইন অনুসারে শাস্তির আওতায় আনা হবে।

তিনি বলেন, বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক অনুষ্ঠানে মাইক ব্যবহারে সৃষ্ট শব্দদূষণ কমানোর জন্য সময়সীমা ও নির্দিষ্ট পরিধির সীমাবদ্ধ রাখতে হবে। বৃদ্ধ, অসুস্থ সর্বোপরি সকল মানুষের জন্য শব্দদূষণ অত্যন্ত ক্ষতিকর। শব্দদূষণ কমানোর জন্য যত্রতত্র অপ্রয়োজনীয় মাইক ব্যবহার বন্ধে পদক্ষেপ নিতে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়গুলোকে নির্দশনা দেওয়া হয়েছে।

বক্তব্য শেষে ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজাতে নিরুৎসাহিতকরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন এবং পরে আয়োজিত র‌্যালিতে অংশ নেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার অব অ্যাটমোস্ফেরিক পলুসন স্টাডির চেয়ারম্যান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার ও গ্রিন ভয়েসের শতাধিক স্বেচ্ছাসেবক।

এমএমএ/বিএ

Read Entire Article