শরিফুলের আঙুলে ৬ সেলাই

3 months ago 47

বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল হাতে লেগে আঘাত পাওয়া পেসার শরিফুল ইসলামের হাতে ৬টি সেলাই দিতে হয়েছে। বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এক ভিডিওবার্তায় আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

শনিবার ভারতের সাথে ওয়ার্মআপ ম্যাচে শেষ ওভার বোলিং করতে গিয়ে হার্দিক পান্ডিয়ার বল থামাতে গিয়ে হাতের আঙুলে ব্যথা পান শরিফুল। পরে আর বোলিং করতে পারেননি। তার হয়ে ওভারের শেষ ২ বল করেন অপর পেসার তানজিম হাসান সাকিব।

পরে শরিফুলের আঙুলের ক্ষতস্থানে ৬টি সেলাই দিতে হয়েছে। এতে করে বাঁহাতি এ পেসারের আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলা নিয়ে জাগলো সংশয়। টিম ম্যানেজমেন্ট থেকে এখনই কোনো তথ্য জানানো না হলেও শরিফুলের আঙুলের ক্ষত সারতে অন্তত ৮-১০ দিন লাগবে বলে ধারণা করা হচ্ছে।

তেমন হলে বিশ্বকাপে প্রথম ম্যাচটি মিস করবেন শরিফুল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ৮ জুন।

এআরবি/এমএমআর/এমএস

Read Entire Article