শরীয়তপুরে সিভিল সার্জন অফিসে নিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
দুদক কর্মকর্তা জানান, জেলার আলাওলপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী হিসেবে উত্তীর্ণ হয়ে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যোগদান করেন নুসরাত জাহান নামের এক নারী। লিখিত পরীক্ষায় অপর সাতজন চাকরি প্রত্যাশী নুসরাত জাহানের চেয়ে বেশি নম্বর পেয়েও মৌখিক পরীক্ষায় সবাইকে অকৃতকার্য করে একমাত্র নুসরাতকে কৃতকার্য করা হয়। নুসরাতের নিয়োগে অনিয়মসহ সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক ও স্টোর কিপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ক্ষতিয়ে দেখছে দুদক। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, সম্প্রতি একটি চাকরি পরীক্ষায় নুসরাত জাহান নামের এক পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় নম্বর কম পেয়েও পরীক্ষায় উত্তীর্ণ হন। এছাড়া তিনি যে কর্মস্থলে যোগদান করেছেন তার স্বামীও একই ডিপার্টমেন্টে চাকরিরত আছেন। তিনি তার বাবার ঠিকানা ব্যবহার করে আবেদন করেছিলেন। আমরা সবগুলো অনিয়ম খতিয়ে দেখছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।
বিধান মজুমদার অনি/আরএইচ/জেআইএম