শরীরের ৭ সমস্যার সহজ সমাধান পাবেন এক জিনিসে

2 months ago 7
আমরা সবাই জানি, ফলমূল ও সবজি আমাদের শরীরের জন্য উপকারী। প্রতিদিন বিভিন্ন রঙিন খাবার খাওয়ার পরামর্শও দেন পুষ্টিবিদ ও চিকিৎসকরা। কিন্তু আপনি কি জানেন, কিছু মসলাও শরীরের জন্য দারুণ উপকারী হতে পারে? যেমন ধরুন, আদা। আপনি যদি প্রতিদিন আদা খান, তাহলে শরীরের ভেতরে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটে। আদা মূলত একটি ঝাঁজালো স্বাদের মসলা। স্বাদের পাশাপাশি এতে রয়েছে উপকারী অনেক উপাদান। আদার মধ্যে আছে জিঞ্জারল, শোগাওল, জিঞ্জিবারিন এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ। বহু শতাব্দী ধরে আদাকে ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়ে আসছে। বিভিন্ন রোগের ঘরোয়া চিকিৎসায়ও আদার ব্যবহার ছিল প্রচলিত। আদার উপকারিতা # জিঞ্জারল : বমি বমি ভাব ও বমির সমস্যা কমাতে সাহায্য করে। শরীরে কোথাও ফোলা ও ব্যথা থাকলেও তা উপশমেও কার্যকর। # শোগাওল : এটি এক ধরনের প্রাকৃতিক ব্যথানাশক। এটি ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধেও সহায়তা করে। # জিঞ্জিবারিন : হজমে সাহায্য করে। এ ছাড়াও, আদা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। প্রতিদিন আদা খাওয়ার উপায় ও ফলাফল আপনি যদি এক মাস টানা প্রতিদিন আদা খাওয়ার পরিকল্পনা করেন, তাহলে দারুণ! তবে প্রতিদিন আদা কামড়ে খেতে হবে এমন নয়। প্রায় ১.৫ সেন্টিমিটার আদা কেটে ছোট টুকরো করে চা, স্মুদি বা রান্নায় ব্যবহার করতে পারেন। আদার রসটাই আসল।  এবার জেনে নিন, আদা আপনার শরীরে কী কী পরিবর্তন আনবে।  # প্রদাহ কমায় : আদার উপাদানগুলো শরীরের যে কোনো ধরনের প্রদাহ দ্রুত কমাতে সাহায্য করে। # বমি ভাব দূর করে : আপনি যদি প্রায়ই সকালে বমি ভাবে ভোগেন, তাহলে আদা বেশ উপকারী। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী বা কেমোথেরাপিতে থাকা রোগীদের জন্য এটি উপকারী হতে পারে। # মাংসপেশির ব্যথা কমায় : যারা শরীর ব্যথা বা মাংসপেশির ব্যথায় কষ্ট পান, তাদের জন্য আদা ধীরে ধীরে ব্যথা কমাতে সাহায্য করতে পারে। # হজমে সাহায্য করে : যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাদের জন্য প্রতিদিন আদা খাওয়া উপকারী হতে পারে। # ঋতুকালীন ব্যথা কমায় : প্রতি মাসে তীব্র পেট ব্যথায় ভোগেন? আদা সেই ব্যথা কমাতে ওষুধের মতো কাজ করতে পারে। # কোলেস্টেরল কমায় : প্রতিদিন আদা খেলে শরীরের খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমে। রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণও হ্রাস পায়। # রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : আদার প্রদাহবিরোধী গুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দি-কাশি বা ভাইরাসে আক্রান্ত হলে দ্রুত সেরে উঠতে সাহায্য করে। প্রতিদিন সামান্য পরিমাণ আদা আপনার শরীরে নানা রকম উপকার বয়ে আনতে পারে। এটি প্রাকৃতিক, সহজেই পাওয়া যায় এবং অনেক সমস্যার ঘরোয়া সমাধান। তবে যাদের গ্যাস্ট্রিক বা কিছু নির্দিষ্ট রোগ আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে আদা খাওয়া শুরু করবেন।  সূত্র: হেলথলাইন
Read Entire Article