শরীয়তপুরে ছাত্রশিবিরের মানবিক উদ্যোগ

2 months ago 62

শরীয়তপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল ৯টা থেকেই শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর সরকারি কলেজ শাখা। 

জানা গেছে, শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কলেজ গেটের সামনে স্থাপন করা হয় ‘হেল্প ডেস্ক’, যেখানে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানি, কলম ও ফুল বিতরণ করা হয়। ছাত্রশিবিরের উদ্যোগে লাগানো তথ্য বোর্ডে পরীক্ষার হলসংক্রান্ত বিস্তারিত তালিকা টানিয়ে দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা সহজে তাদের নির্ধারিত কক্ষ খুঁজে পেতে পারে। 

পরীক্ষার্থীরা জানান, এ হেল্প ডেস্ক থেকে তারা দ্রুত তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন, যা তাদের মানসিক চাপ কমাতে সহায়ক হয়েছে।

শরীয়তপুর কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রবিউল মোহাম্মদ রিজন বলেন, আমরা বিশ্বাস করি, একটি শিক্ষার্থীবান্ধব সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। পরীক্ষার দিন শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি। ছাত্রশিবির সবসময় ইতিবাচক ও মানবিক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকতে চায়।

পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এমন কার্যক্রম প্রশংসিত হয়েছে। উপস্থিত অভিভাবকরা বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে এ ধরনের মানবিক উদ্যোগ শিক্ষাক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গঠনে অনুকরণীয় উদাহরণ। এটি কেবল একটি সহায়তা কর্মসূচি নয়, বরং ছাত্র সংগঠনের সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে।

Read Entire Article