শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলশিক্ষক নিহত

3 months ago 12
শরীয়তপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সুজন সাহা নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) বিকেলে শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষক সুজন সাহা দক্ষিণ মধ্যপাড়া এলাকার হরিদাস সাহার ছেলে। তিনি আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানান, নিহত সুজন সাহার সঙ্গে তার চাচাতো ভাই ও প্রতিবেশী শান্তিরঞ্জন সাহার জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে মারামারি হয়। মঙ্গলবার একই বিষয়ে নিয়ে আবার তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে শান্তিরঞ্জন সাহার দোকানের কর্মচারী লোকমান শিক্ষক সুজন সাহার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথিমধ্যেই মারা যান তিনি। আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ সাহা বলেন, তাদের চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। ঝগড়ার একপর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথেই মারা যান তিনি। পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন কালবেলাকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মৃত্যুর বিষয়ে এখন নিশ্চিত হইনি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Read Entire Article