শর্তসাপেক্ষে ইউআইইউ শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার

3 months ago 8

দিনভর আন্দোলন ও আলটিমেটামের মুখে ‘শর্তসাপেক্ষে’ শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

শনিবার (২১ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত শিক্ষার্থীদের আপিল আবেদনের ভিত্তিতে শৃঙ্খলা কমিটি তাদের বহিষ্কারের বিষয়টি পুনরায় পর্যালোচনা করে। পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের আদেশ ছিল, তা প্রত্যাহার করা হবে। এর পরিবর্তে তাদের ‘সাসপেন্ডেড এক্সপালশন (শর্তসাপেক্ষ বহিষ্কার)’ শাস্তি দেওয়া হয়েছে।

‘ফলে তারা বর্তমান স্প্রিং ২০২৫ সেমিস্টার থেকে ক্লাসে অংশ নিতে পারবেন। তবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘন করলে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হবে’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, কয়েকজন শিক্ষার্থীকে দুই সেমিস্টার (স্প্রিং ২০২৫ ও সামার ২০২৫) পর্যন্ত বহিষ্কৃত রাখা হয়েছে। এসব শিক্ষার্থী ফল ২০২৫ সেমিস্টার থেকে পুনরায় ক্লাসে যোগ দিতে পারবেন। তবে তাদের ক্ষেত্রেও ‘সাসপেন্ডেড এক্সপালশন’ বহাল থাকবে।

এএএইচ/ইএ/জেআইএম

Read Entire Article