শহীদ আবু সাইদ বই মেলার দায়িত্ব পেলেন আওয়ামীপন্থি শিক্ষক

3 hours ago 4

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাইদ বই মেলা উদযাপনের জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. আপেল মাহমুদ।

বিশ্ববিদ্যালয় সূত্রমতে, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী বইমেলা হওয়ার কথা রয়েছে। বই মেলার আয়োজনের জন্য ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ছাত্রকল্যাণ ও পরামর্শের উপদেষ্টা ড. ইলিয়াস প্রামাণিককে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আপেল মাহমুদ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষক ও প্রক্টর ড. ফেরদৌস রহমান জানান , বিষয়টা এমন না। উপাচার্য নিয়োগ হওয়ার পর ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে তিনজন করে শিক্ষকের নাম চাওয়া হয়েছিল। এ কারণে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে কোনো কোনো শিক্ষককে দেখতে চায়। সেখানে এআইএস বিভাগের প্রতিনিধিরা আপেল মাহমুদের নাম দিয়েছিলেন। এ কারণে তাকে কমিটিতে রাখা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকত আলী বলেন, শিক্ষার্থীরা চেয়েছে এজন্য আমরা তাকে কমিটিতে রেখেছি। কমিটি করার ক্ষেত্রে যারা গবেষণামূলক কাজে জড়িত শুধু তাদের রাখার ক্ষেত্রে বেশি অগ্রাধিকার দিয়েছি। আমরা তো ভালোর জন্যই করেছি। উনি যদি খারাপ কাজ করে থাকে তাহলে অবশ্যই তাকে বহিষ্কার করা হবে।

ফারহান সাদিক সাজু/আরএইচ/জিকেএস

Read Entire Article