আমি-আপনি একদিন আয়নাঘরে থাকলে দ্বিতীয় দিন পাগল হয়ে যাবো

3 hours ago 8

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আপনি আমি একদিন আয়নাঘরে থাকলে দ্বিতীয়দিন পাগল হয়ে যাবো। মারাত্মক ভয়ংকর পরিবেশ। কোনো কোনো আয়নাঘর এতটাই অন্ধকার যে কোনো কিছু দেখতে হলে বড় টর্চ জ্বালিয়ে দেখতে হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরায় তিনটি আয়নাঘর পরিদর্শন শেষে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

দল হিসেবে আওয়ামী লীগ সম্পর্কে সরকারের অবস্থান কি? এ সম্পর্কে জানতে চাইলে শফিকুল আলম বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন হচ্ছে বিশ্বে মানবাধিকার বিষয়ক সবচেয়ে সম্মানিত সংগঠন। তারা যে রিপোর্ট দিয়েছে তাতে সুস্পষ্ট হয়েছে কার নির্দেশে এই খুনগুলো হয়েছে। খুনগুলো দেখেন কি খুন, ৪ বছরের ছেলে, ৬ বছরের মেয়ে মেরে লাশ গুম করা হয়েছে। রিপোর্ট স্পষ্ট উল্লেখ রয়েছে যারা মারা গেছে তাদের মধ্যে ৩০ শতাংশ শিশু ছিল।

আবারও বলছি যারা যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যাদের হাত রক্তে রঞ্জিত তাদের সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না, এ বিচার থেকে কারো মুক্তি নেই। এজন্যই আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। শেখ হাসিনার নির্দেশে এই খুনগুলো হয়েছে।

দল হিসেবে আওয়ামী লীগের কী হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণতো দেখেছে গত ১৫ বছরে তারা কি করেছে। তারা শুধু উন্নয়নের গল্প শুনিয়েছে। আমরা গিয়ে দেখলাম শুধু অন্ধকার আর অন্ধকার।

এমআইএইচএস

Read Entire Article