শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‌‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থীরা চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত করেছেন। বুধবার (১৯ নভেম্বর) সকালে তারা টাঙ্গাইলের ধনবাড়িতে সমাহিত শহীদ সাজিদের কবর জিয়ারত করেন। এ সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ও এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিলসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল বলেন, আমাদের নির্বাচনী কাজ শুরু করার পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চব্বিশের আন্দোলনে শহীদ সাজিদ ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছি। তিনি বেঁচে থাকলে জকসুর উৎসবমুখর পরিবেশে তিনিও অংশ নিতেন। আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। উল্লেখ্য, গত ১৭ নভেম্বর জকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা করা হয়।

শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‌‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থীরা চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) সকালে তারা টাঙ্গাইলের ধনবাড়িতে সমাহিত শহীদ সাজিদের কবর জিয়ারত করেন। এ সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ও এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিলসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল বলেন, আমাদের নির্বাচনী কাজ শুরু করার পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চব্বিশের আন্দোলনে শহীদ সাজিদ ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছি। তিনি বেঁচে থাকলে জকসুর উৎসবমুখর পরিবেশে তিনিও অংশ নিতেন। আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর জকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow