শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) হাসপাতালে এক অনুষ্ঠানে এই এইচডিইউ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।
এই অনুষ্ঠানের আয়োজন করে হাসপাতালের অ্যানেসথেসিওলজি বিভাগ। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিনের সভাপতিত্বে এবং অ্যানেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাকি মো. জাকিউল আলম, শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজেদুল হক, সার্জারি বিভাগের অধ্যাপক কামরুল আকতার, ডা. নবির হোসেন, ডা. খন্দকার সোহেল উল্লাহ, ডা. আনোয়ার হোসেন, গাইনি বিভাগের অধ্যাপক ডা. ফারহানা সোহেল, ডা. মুসা সুলতানা সুমি, ডা. সুলতানা আফরোজ, ডা. নিলোফার, নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. শাহজাহান কবির, অধ্যাপক ডা. একেএম সাইফুদ্দিন, কলোরেক্টাল সার্জারি বিভাগের ডা. রশিদুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মেজবাহুল বাহার খোকন, হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহেদ আশরাফ, প্যাথলজি বিভাগের ডা. কেয়া, শিশু বিভাগের ডা. আইনুল, ডা. এম এম মাহাবুবুর রহমান, ডা. উমর ফারুক, হাসপাতালের নার্সিং সুপারেনডেন্টসহ সব বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।