শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের কবর জিয়ারত করলেন ছাত্রদল সম্পাদক

3 months ago 37

জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার চর জব্বর ইউনিয়নের চর হাসান গ্রামে জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের কবর জিয়ারত করতে যান নাছির উদ্দীন নাছির।

কবর জিয়ারত শেষে শহীদ মোহাম্মদ হাসানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন ছাত্রদল সম্পাদক। জিয়ারত ও মোনাজাত শেষে শহীদ পরিবারের খোঁজখবর নেন নাছির।

এছাড়াও তিনি শহীদ হাসানের মায়ের সঙ্গে দেখা করে তাকে সান্ত্বনা দেন। তিনি শহীদ হাসানের মায়ের সামনে প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই জুলাইয়ের সব শহীদ পরিবারের পাশে থাকবে এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবে।

এসময় নাছির উদ্দীন নাছিরের সঙ্গে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Read Entire Article