শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদলের প্রচারণা শুরু

2 hours ago 1
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।  মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরে অবস্থিত ‘স্মৃতি চিরন্তন’-এ মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রচারণার যাত্রা শুরু করে সংগঠনটি। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, আমরা প্রতিশ্রুতির রাজনীতি নয়, বরং পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী। আগামী ডাকসু বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। তিনি আরও বলেন, আমরা সবসময় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি। একইভাবে জুলাই আন্দোলনকেও ধারণ করি। প্যানেল ঘোষণার পর সর্বপ্রথম আমরা জুরাইন কবরস্থানে গিয়ে জুলাই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। আজ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণার প্রথম দিনই ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দুটি ব্যানার ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দুই ধাপে এ ঘটনা ঘটে। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যানার ভাঙচুরের ছবি ছড়িয়ে পড়লে সরেজমিনে গিয়ে এর সত্যতা মেলে। দুপুর ২টা ১৯ মিনিটে চারুকলায় একটি ভাঙা ব্যানার পড়ে থাকতে দেখা যায়, যদিও ভেতরে আরেকটি ব্যানার তখনো অক্ষত ছিল। তবে পরে বিকেল ৩টার দিকে সহকারী প্রক্টর ইসরাফিল প্রাং সেটিও ভাঙা অবস্থায় দেখতে পান। সহকারী প্রক্টরের সংগৃহীত একটি ভিডিওতে দেখা যায়, দুজন শিক্ষার্থী ব্যানার ভাঙচুর করছেন। তাদের একজন লাল টি-শার্ট ও অন্যজন কালো টি-শার্ট পরিহিত ছিলেন। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। সকাল থেকে দায়িত্বে থাকা দারোয়ান পলাশ চৌহান জানান, দুপুরের দিকে ব্যানারটি টাঙানো হয়। পরে তিনি ওয়াশরুমে গেলে ফিরে এসে ভাঙচুরের বিষয়টি টের পান। আরেক দারোয়ান জানান, তিনি দায়িত্ব নেওয়ার আগেই ঘটনা ঘটে। এ বিষয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, প্রচারণার প্রথম দিনই আমাদের ফেস্টুন ফেলে দেওয়া হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। নির্বাচন কমিশনের উচিত দ্রুত তদন্ত করে দায়ীদের শাস্তির ব্যবস্থা করা। সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল প্রাং বলেন, আমি চারুকলায় আসার পর দু-একজন আমাকে বললো কে বা কারা একটি ব্যানার ফেলে দিয়েছে। পরে সেই ব্যানার দেখতে এসে খবর পেলাম আরেকটি ব্যানার ফেলে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে দেখলাম উৎসুক কিছু শিক্ষার্থী আছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
Read Entire Article