শহীদদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজ নিলেন ডিসি

2 hours ago 3

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিন শহীদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজখবর নিয়েছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নজরুল ইসলাম।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লার শহীদ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, গয়লা গ্রামের ছাত্রদলের সদস্য সুমন ও যুবদলের কর্মী আব্দুল লতিফের পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। এসময় জেলা প্রশাসক অর্থ সহায়তার পাশাপাশি স্বজনদের সান্ত্বনা দেন।

জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, শহীদ পরিবারের সঙ্গে দেখা করে কৌশল বিনিময় করছি। আহতদের চিকিৎসার ব্যাপারেও সরকারি নির্দেশনা রয়েছে। এ নির্দেশনাও বাস্তবায়ন করা হচ্ছে।

ছাত্র আন্দোলন, শহীদদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজ নিলেন ডিসি

তিনি আরও বলেন, শোকাহত পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আমি শুধু তাদের সঙ্গে দেখা করেছি আর সামান্য কিছু সহযোগিতা করেছি। জেলা প্রশাসন সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে বলেও তিনি জানান।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব পদমর্যাদার সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলামকে সিরাজগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

ছাত্র আন্দোলন, শহীদদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজ নিলেন ডিসি

এসময় ডিসির সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসিন আরাফাত ইসান, আসির ইন্তেসার অয়ন, সজীব সরকার ও টিএম মুসফিক সাদ উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এসআর/জেআইএম

Read Entire Article