শাকিব খুব লক্ষ্মী একটা ছেলে : জয়া আহসান

2 months ago 8

ঢালিউডের দুই সুপারস্টারের মুখোমুখি দেখা মেলে না হরহামেশা। তবে এবার ঈদের আমেজে থাকছে ভিন্নরকম চমক। রায়হান রাফীর পরিচালনায় নির্মিত সিনেমা ‘তাণ্ডবে’ এবার দেখা মিলবে শাকিব খান ও জয়া আহসানের। দীর্ঘ ১২ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাদের। তবে ছবিটি মুক্তির আগে এক সংবাদ সম্মেলনে শাকিবকে লক্ষ্মী ছেলে বলে সম্বোধন করেছেন এ অভিনেত্রী। তার এমন মন্তব্যকে ঘিরে ঢালিপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। এটা কি শুধুই প্রশংসা নাকি ভবিষ্যতের নতুন কোনো সম্ভাবনার ইঙ্গিত?

সংবাদ সম্মেলনে বক্তব্যের এক পর্যায়ে জয়া বলেন, শাকিব খুব লক্ষ্মী একটা ছেলে। কারণ ও যেমন কাজের জন্য লক্ষ্মী, তেমনি ও আমাদের প্রজেক্টের জন্যও লক্ষ্মী। শাকিব খুব পরিশ্রমী একজন অভিনেতা। ও যখন কোনো কাজ করে তখন ওটার প্রতি তার ডেডিকেশন এবং তার পরিশ্রমের বিষয়টা সেসময় ফুটে ওঠে। আমি আশাবাদী আপনারা আবারও শাকিবকে নতুনভাবে আবিষ্কার করবেন এ সিনেমার মাধ্যমে। 

এদিকে সাবিলাকে নিয়ে জয়া বলেন, সাবিলাকে আমি সরাসরি কখনো পাইনি। তবে সিনেমায় দুর্দান্ত লেগেছে তার উপস্থিতি। আমি মুখিয়ে আছি তাকে বড় পর্দায় দেখার জন্য। 

৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘তাণ্ডব’। শাকিব, জয়া আর সাবিলা নূর ছাড়াও এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, সালাহউদ্দীন লাভলু, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সিয়াম আহমেদ, শিবা শানু, ডা. এজাজ, এফএস নাঈম, রোজি সিদ্দিকীসহ আরও অনেকে। 

Read Entire Article