শাকিবের ‘তাণ্ডব’ দেখতে গিয়ে হলে তাণ্ডব চালালেন দর্শকরা

2 months ago 23

ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা চলাকালীন কারিগরি ত্রুটির কারণে প্রচারে বিঘ্ন ঘটায় হলে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ দর্শকরা।

শনিবার (৭ জুন) ঈদের দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর সি.কে ঘোষ রোড এলাকায় ওই সিনেমা হলে এ ঘটনা ঘটে।

দর্শক ও স্থানীয়রা জানান, শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখতে ঈদের দিন সকাল থেকেই দর্শকদের ভিড় জমে। দুপুরে প্রথম শো ঠিকমতো শেষ হয়। পরে বিকেল সাড়ে তিনটায়ও শো ভালোভাবে চলছিল। কিন্তু সিনেমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে কারিগরি ত্রুটির কারণে সিনেমা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর দর্শকরা চিল্লাচিল্লি করে ক্ষুব্ধ হয়ে হলের ভেতরে ও বাহিরে ভাঙচুর চালায়। এসময় বেশ কয়েকটি চেয়ার ও টিকিট কাউন্টারের দরজা জানালা ভাঙা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

মো. উজ্জ্বল হোসেন নামের এক দর্শক জাগো নিউজকে বলেন, ঈদ ছাড়া কখনো সিনেমা হলে যাই না। বিকেলে সদরের শম্ভুগঞ্জ এলাকা থেকে দুই বন্ধুকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছি। সিনেমাটিতে শাকিব খানসহ অন্যান্য অভিনেতা খুব ভালো অভিনয় করেছে। সিনেমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে বন্ধ হয়ে যাওয়ায় অনেক দর্শক ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছে।

ছায়াবাণী সিনেমা হলের ক্যাশিয়ার শহর উদ্দিন জাগো নিউজকে বলেন, শো চলাকালীন বিকেল সাড়ে পাঁচটার দিকে বিদ্যুৎ চলে যায়। জেনারেটরে পাওয়ার কম হয়ে যাওয়ায় জেনারেটর চালু হয়নি। এসময় কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে সিনেমা বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় দর্শকরা চিল্লাচিল্লি করে ক্ষুব্ধ হয়ে ওঠে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে দর্শকরা উত্তেজিত হয়ে হলে ভাঙচুর চালিয়েছে।

হলের আরেক ক্যাশিয়ার আল আমিন শেখ বলেন, দোতলা এই সিনেমা হলটিতে সাড়ে সাতশ আসন রয়েছে। প্রথমদিন দর্শকদের উপস্থিতি ভালো ছিল। তবে এভাবে সিনেমা বন্ধ হয়ে গেলে ভাঙচুরের ঘটনা ঘটবে কল্পনাও করিনি। এ ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৭টায় সিনেমা পুনরায় চালু করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানাধীন ৩ নম্বর ফাঁড়ির পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে হলে ভাঙচুর করা ঠিক হয়নি।

হলে ভাঙচুরের ঘটনা ময়মনসিংহে নতুন নয়। গত ১ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে জেলার ঈশ্বরগঞ্জ পৌর শহরের মাছ মহালে সোনালী টকিজ সিনেমা হলে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা চলাকালে সম্প্রচারে বিঘ্ন ঘটায় সিনেমা হলে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধ দর্শকরা। যান্ত্রিক ত্রুটির কারণে সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় এদিন সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত বিক্ষুব্ধরা সিনেমা হলের চেয়ার, বেঞ্চ ভাঙচুর করে পোস্টার ছিঁড়ে নিচের কক্ষে অগ্নিসংযোগ করে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহে অজন্তা, ছায়াবাণী, অলকা, পূরবী ও সেনা অডিটরিয়াম এই পাঁচটি সিনেমা হল ছিল। আশির দশকে এসব হলগুলো ছিল দর্শকপ্রিয়। কিন্তু দিন দিন মানহীন সিনেমা, দর্শক খরা ও ২০০২ সালে সিনেমা হলে বোমা হামলা হলে তা বন্ধের প্রতিযোগিতা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায় অজন্তা, অলকা ও সেনা অডিটরিয়াম। এরপর শহরে চালু ছিল পূরবী ও ছায়াবাণী সিনেমা হল। কিন্তু ব্যবসায়িক মন্দাভাবের কারণে এরইমধ্যে পূরবী সিনেমা হলও বন্ধ হয়ে গেছে। কয়েক মাস ধরে পূরবী সিনেমা হল ভাঙার কার্যক্রম চলছে। হলের জায়গাটিতে নির্মিত হবে বহুতল ভবন। এখন পর্যন্ত শুধুমাত্র টিকে আছে ছায়াবাণী সিনেমা হল।

কামরুজ্জামান মিন্টু/এফএ/জেআইএম

Read Entire Article