শাকিলাকে নিয়ে ‘অশিক্ষিত এমডি’ মোশাররফ করিম

3 months ago 95

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে হাজির হবেন। তার মধ্যে একটি নাটক ‘অশিক্ষিত এমডি’। বাংলাভিশনে প্রচারিত হতে যাওয়া নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এতে তার চরিত্রের নাম মিজান।

সাজিন আহমেদ বাবুর পরিচালনায় নাটকটিতে মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধেছেন শাকিলা পারভীন। পাশাপাশি কিংবদন্তি অভিনেতা খায়রুল আলম সবুজও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। ইতোমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।

পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, ‘মোশাররফ করিমের সঙ্গে এর আগেও আমি বেশ কিছু নাটকে কাজ করেছি। যেহেতু আমি নিজেই নাট্যকার, তাই গল্প ও চরিত্রগুলোতে ব্যক্তিগতভাবে খুব যত্নশীল। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময় অনুপ্রেরণামূলক। শাকিলা চরিত্রের প্রতি খুব মনোযোগী ও পরিশ্রমী, আশা করি ভবিষ্যতেও আরও ভালো কাজ করবে। এই নাটক নিয়ে আমি বেশ আশাবাদী।’

অন্যদিকে শাকিলা পারভীন বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে আগেও কাজ করার সুযোগ পেয়েছি। এবারও তার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। তিনি আমাকে অনেক সহযোগিতা ও অনুপ্রেরণা দেন সবসময়। এছাড়া নাটকের গল্প ও আমার চরিত্র খুব ভালো লেগেছে।’

সাজিন আহমেদ বাবু আরও জানান, এর আগে তার নির্দেশনায় মোশাররফ করিম অভিনয় করেছেন ধারাবাহিক ‘ঘরের শত্রু বিভীষণ’, ‘কিড সোলায়মান’, ‘পোশাকে বংশের পরিচয়’, ‘উচ্চতর ভালোবাসা’সহ বেশ কিছু নাটকে।

এলআইএ/জিকেএস

Read Entire Article