শাজাহানপুরে কৃষকলীগ নেতা পিস্তলসহ গ্রেফতার

2 months ago 30

বগুড়ার শাজাহানপুরে রায়হান আলী (৩৩) নামে এক কৃষকলীগ নেতাকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গ্রেফতার রায়হান উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে থানায় মামলা শেষে গ্রেফতার রায়হানকে আদালতে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আশেকপুর গ্রামে কৃষকলীগ নেতা রায়হানের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়। রায়হানের বিরুদ্ধে আগের কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এএইচ/এএসএম

Read Entire Article