শাটডাউন এড়াতে না পারলে গণছাঁটাইয়ের পথে হাঁটবে হোয়াইট হাউজ

1 hour ago 3

মার্কিন কংগ্রেস যদি আগামী সপ্তাহে শাটডাউন এড়াতে না পারে, সেক্ষেত্রে গণহারে ছাঁটাইয়ের জন্য সরকারি সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন সংবাদ মাধ্যমগুলো এরকম একটি চিঠি হাতে পেয়েছে।

নির্দেশনা অনুসারে, অফিস অব বাজেট অ্যান্ড ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোকে ‘জনবল হ্রাসের’ পরিকল্পনার খসড়া তৈরি শুরু করতে বলেছে। কংগ্রেস গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাজেট পাস করতে না পারলে এসব সংস্থার অর্থায়ন আটকে যাবে।

বাজেট নিয়ে আলোচনায় বসার জন্য ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবা খাতে নিশ্চিত অর্থায়নের দাবি তুলেছিল। এ কারণে তাদের সঙ্গে বসবেন না বলে গত মঙ্গলবার জানিয়ে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই এই নির্দেশনা আসে।

ওই চিঠিতে বলা হয়েছে, আমরা আশাবাদী যে, কংগ্রেসে ডেমোক্র্যাটরা অচলাবস্থা শুরু করবে না এবং ওপরে বর্ণিত পদক্ষেপগুলোর প্রয়োজন হবে না।

বাজেট অফিসের নির্দেশনায় সতর্ক করে দেওয়া হয়েছে যে, কেন্দ্রীয় সরকার পরিচালিত যেসব কর্মসূচি, প্রকল্প ও কার্যক্রমের বিকল্প তহবিলের উৎস নেই এবং প্রেসিডেন্টের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেসবের কর্মীদের স্থায়ীভাবে ছাঁটাই করা হবে।

অনেক ফেডারেল সরকারি সংস্থা কংগ্রেস থেকে অনুমোদিত বার্ষিক তহবিলের ওপর নির্ভর করে। প্রতি বছর এই সংস্থাগুলো তাদের অনুরোধ জমা দেয়, যা কংগ্রেসকে পাস করতে হয় এবং প্রেসিডেন্টকে পরবর্তী অর্থবছরের জন্য বাজেট আইনে স্বাক্ষর করতে হয়।

আগামী ১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হওয়ার আগে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে শাটডাউন তৈরি হয়। এর ফলে অপ্রয়োজনীয় বলে বিবেচিত সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। অনেক জরুরি সেবাও বিঘ্নিত হয়।

গত সপ্তাহে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকানরা এবং একজন ডেমোক্র্যাট মিলে ২০ নভেম্বর পর্যন্ত সরকারকে তহবিল বজায় রাখার জন্য একটি স্বল্পমেয়াদী ব্যবস্থা পাস করে, কিন্তু উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটরা বিলটি আটকে দেয়।

এর পরিবর্তে ডেমোক্রেটরা তাদের নিজস্ব পরিকল্পনা প্রস্তাব করে যাতে স্বাস্থ্যসেবা খাতে কাটছাঁট বন্ধ করে অর্থায়ন আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি করা হয়। জুলাই মাসে ট্রাম্পের নীতিগত মেগাবিল যা ‘ওয়ান, বিগ বিউটিফুল বিল’ নামেও পরিচিত সেখানে স্বাস্থ্যখাতের মেডিকেইড প্রকল্পে ব্যাপক কাটছাঁট করা হয়।

এই প্রকল্পের ওপর যুক্তরোষ্ট্রের সীমিত আয়ের লাখো মানুষ ও প্রতিবন্ধী ব্যক্তিরা নির্ভরশীল। এই দাবিকে গুরুত্বহীন ও হাস্যকর অভিহিত করে মঙ্গলবার ডেমোক্র্যাট পার্টির নেতা চাক শুমার এবং হাকিম জেফ্রিসের সঙ্গে একটি বৈঠক বাতিল করে দেন ট্রাম্প।

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে তাদের (ডেমোক্র্যাট) কংগ্রেসনাল নেতাদের সঙ্গে কোনো বৈঠকই ফলপ্রসূ হতে পারে না।

বুধবার গণছাঁটাই সংক্রান্ত নির্দেশনার খবর প্রকাশের পর ডেমোক্র্যাটরা অভিযোগ করেন হোয়াইট হাউজ ভয় দেখানোর কৌশল ব্যবহার করছে।

ডোনাল্ড ট্রাম্প প্রথম দিন থেকেই ফেডারেল কর্মীদের বরখাস্ত করছেন। শাসন করার জন্য নয় বরং ভয় দেখানোর জন্য। এটি নতুন কিছু নয় এবং সরকারকে তহবিল দেওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই বলে মনে করেন সিনেটের ডেমোক্র্যাটিক সংখ্যালঘু নেতা শুমার।

গত জানুযারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ) এর সঙ্গে তার খরচ কমানোর উদ্যোগের মাধ্যমে এরই মধ্যে হাজার হাজার ফেডারেল কর্মীকে বরখাস্ত করেছেন।

টিটিএন

Read Entire Article