শাটডাউনের মধ্যেও ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে

2 hours ago 6

আমেরিকান নাগরিকরা চলমান আংশিক সরকারি অচলাবস্থার (শাটডাউন) জন্য মূলত রিপাবলিকান আইনপ্রণেতাদের দায়ী করছেন। তবে নতুন এক জরিপে দেখা গেছে, এ পরিস্থিতিতেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা সামান্য বেড়েছে।

রয়টার্স/ইপসোস পরিচালিত ছয় দিনের এক জরিপে দেখা যায়, ট্রাম্পের প্রতি সমর্থন হার ৪২ শতাংশ, যা মাসের শুরুর তুলনায় ২ শতাংশ বেশি। জরিপে বলা হয়েছে, এপ্রিল থেকে ট্রাম্পের অনুমোদন হার ৪০ থেকে ৪৪ শতাংশের মধ্যে ওঠানামা করছে।

জরিপ অনুযায়ী, ৫০ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন রিপাবলিকান নেতৃত্বই অচলাবস্থার জন্য বেশি দায়ী, আর ৪৩ শতাংশ মনে করেন ডেমোক্র্যাটরা দায়ী।

এই অচলাবস্থা অক্টোবরের ১ তারিখে শুরু হয় এবং এখন পর্যন্ত ২১ দিনে গড়িয়েছে, যা মার্কিন ইতিহাসে তৃতীয় দীর্ঘতম শাটডাউন।

এতে কয়েক লাখ সরকারি কর্মচারী কাজ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন, বিমান চলাচলে বিলম্ব ঘটছে এবং অর্থনীতিতেও সামান্য প্রভাব পড়েছে। প্রায় প্রতি পাঁচজনের একজন জানিয়েছেন যে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, আর প্রতি পাঁচজনের দুইজন বলেছেন যে তারা এমন কাউকে চেনেন যিনি ক্ষতির মুখে পড়েছেন।

রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে, তবে সরকার পুনরায় চালু করতে তাদের সিনেটে ডেমোক্র্যাটদের ভোট দরকার। ডেমোক্র্যাটরা বলছেন, রিপাবলিকানরা যদি স্বাস্থ্য বীমা ভর্তুকি নবায়নে রাজি না হয়, তবে তারা সমর্থন দেবে না।

জরিপে দেখা গেছে, ৭২ শতাংশ আমেরিকান যার মধ্যে প্রায় সব ডেমোক্র্যাট এবং অর্ধেক রিপাবলিকান — চান ভর্তুকি চালু থাকুক। এর মধ্যে ৬০ শতাংশ বলেছেন, এ ভর্তুকি বজায় রাখার জন্য সরকার বন্ধ থাকলেও সমস্যা নেই।

রিপাবলিকানদের মধ্যে ট্রাম্প এখনও অত্যন্ত জনপ্রিয় ১০ জনে ৯ জন রিপাবলিকান তার কাজের প্রশংসা করেছেন। অন্যদিকে, মাত্র ২০ জনে ১ জন ডেমোক্র্যাট বলেছেন তিনি ভালো কাজ করছেন।

তবে ট্রাম্পের সামগ্রিক অনুমোদন হার জানুয়ারির ৪৭ শতাংশ থেকে ৫ শতাংশ কমে এখন ৪২ শতাংশে নেমে এসেছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

Read Entire Article