শানের কন্ঠে ‘শ্যাম কালিয়া’

4 days ago 9

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত।

সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের সামনে এলেন তিনি। গানের শিরোনাম ‘শ্যাম কালিয়া’। শান্ত পথিকের কথায় এটির সুর করেছেন বাসুদেব চক্রবর্তী। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন।

গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন শান। অনেক দিন পর এমন একটি গান প্রকাশ করলেন বলেও জানান তিনি। শান বলেন, ‘আমি যে ধরনের গানে সাচ্ছন্দ্যবোধ করি শ্যাম কালিয়া সে রকম একটি গান। এরমধ্যে যারা গানটি শুনেছেন তারা প্রশংসা করেছেন। গানের কথা ও সুরের সঙ্গে দারুণ সংগীতায়োজন করেছেন রোকন ইমন। তিনি আমার কন্যারে গানেরও সংগীত পরিচালনা করে ছিলেন। আমার বিশ্বাস গানটি শুনলে কেউ নিরাশ হবেন না।’

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত

মিউজিক আলফার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে শ্যাম কালিয়া গানটি প্রকাশ হয়েছে। এছাড়া ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

এমআই/এলআইএ/জেআইএম

Read Entire Article