শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে চিত্রকর্ম প্রদর্শনী

11 hours ago 3
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে চারুকলা বিভাগের উইন্টার-২০২৪ ব্যাচের স্নাতকোত্তরের শিক্ষার্থীদের চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিভার্সিটির মুক্তমঞ্চে এ চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্-ই-আলম, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, ফাইন অ্যান্ড পারফর্মিং অনুষদের ডিন প্রফেসর ড. প্রদীপ কুমার নন্দী, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সায়েদা তাহের ও চারুকলা বিভাগের সব শিক্ষকমণ্ডলী এবং চারুকলাসহ সব ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা। প্রদর্শনীতে অংশগ্রহণ করেন চারুকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী  শিল্পী মেজবাহ উদ্দিন আহমেদ, শিল্পী ইয়াছিন ভূঁইয়া, শিল্পী আসাদুজ্জামান সেনা, শিল্পী তাহমিনা ইয়াসমিন রিনা, শিল্পী বৃষ্টি বসাক, শিল্পী আরাফাত মাহমুদ, শিল্পী জ্ঞান চাকমা প্রমুখ।
Read Entire Article