শান্তর অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানুয়ারিতে!

10 hours ago 6

সাকিব আল হাসান আর তামিম ইকবালের দলে ফেরা ইস্যুর পাশাপাশি আজকের বিসিবি সভায় আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনা হয়েছে। তাহলো অধিনায়কত্ব।

বলার অপেক্ষা রাখে না, গ্রোইন ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে টেস্ট আর ওয়ানডে সিরিজে ক্যাপ্টেন্সি করেছেন মেহেদি হাসান মিরাজ। আর টি-টোয়েন্টি সিরিজে দল পরিচালনায় ছিলেন লিটন দাস।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া জাতীয় দলের কোন কার্যক্রম নেই। ৩০ ডিসেম্বর থেকে বিপিএল। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলে ব্যস্ত সময় কাটবে ক্রিকেটারদের। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই আবার মাঠে ফিরবে টিম বাংলাদেশ।

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে চাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্ব করবেন কে? আজ শনিবার বিসিবির সভায় তা নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের ব্যাখ্যা, ‘আসলে মাত্রই একটা সিরিজ শেষ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের আর খেলা নেই। ছেলেরা বিপিএল খেলবে। তো আমাদের হাতে সময় আছে। এই ব্যাপারে কোনো আলাপ হয়নি। সময়মতো আমরা আলাপ করে নেব।’

তবে এটুকু বলেই কথা শেষ করেননি বিসিবি বিগ বস। শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে তার শেষ কথা, ‘শান্তর অধিনায়কত্বের ব্যাপারে ডিসেম্বরের পরে আমরা সিদ্ধান্ত নেব।’

এআরবি/আইএইচএস

Read Entire Article