শান্তির বার্তা নিয়ে ট্রাম্পকে জার্সি পাঠালেন রোনালদো

2 months ago 7

বিশ্বব্যাপী যখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েল-ইরান সংকট ঘিরে, তখন ফুটবলের সর্বকালের সেরা তারকাদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো শান্তির বার্তা ছড়িয়ে দিলেন ব্যতিক্রমী এক উপায়ে। তিনি একটি পর্তুগালের সই করা জার্সি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে, যেখানে লেখা রয়েছে— ‘Playing for Peace’।

বর্তমানে কানাডার আলবার্টায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তার সঙ্গে বৈঠক করেন তিনি। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী কস্তা রোনালদোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন এবং সেই সুবাদেই ট্রাম্পের হাতে তুলে দেন রোনালদোর পাঠানো জার্সিটি।

বিশ্বজুড়ে যখন যুদ্ধ, দ্বন্দ্ব ও উত্তেজনার খবর প্রাধান্য পাচ্ছে, তখন রোনালদোর এমন পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। খেলার মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস নতুন মাত্রা যোগ করেছে ক্রীড়াঙ্গনে।

এদিকে, ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে শিগগিরই শান্তি হবে! অনেক ফোনকল ও বৈঠক চলছে।’

রোনালদোর এই মানবিক বার্তা সেই কূটনৈতিক প্রচেষ্টাকে যেমন সহায়ক করছে, তেমনি বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে— খেলাধুলা শুধুই বিনোদনের মাধ্যম নয়, বরং তা হতে পারে বিশ্বশান্তির সেতুবন্ধন।

রোনালদো বর্তমানে সৌদি প্রো লিগের আল-নাসর ক্লাবে খেলে যাচ্ছেন এবং শোনা যাচ্ছে, তিনি শিগগিরই তাঁর চুক্তি নবায়নের ঘোষণা দিতে যাচ্ছেন। যদিও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তাব পেয়েছিলেন, তিনি তা ফিরিয়ে দেন।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা এর আগে পর্তুগালকে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগ শিরোপা জেতাতে নেতৃত্ব দিয়েছেন।

রোনালদোর ‘শান্তির খেলা’ বার্তাটি এখন কূটনীতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু। সময়ই বলে দেবে, এই ব্যতিক্রমী বার্তা কতটা প্রভাব ফেলবে বিশ্বশান্তি প্রচেষ্টায়। 

To President @realdonaldtrump.

Playing for peace. As a team. pic.twitter.com/iLGAmbmu0J

— António Costa (@eucopresident) June 16, 2025
Read Entire Article