সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাতজন নতুন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে প্রশাসন। সোমবার (৭ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ‘শাবিপ্রবির সহকারী প্রক্টর হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত সাতজন শিক্ষককে নিয়োগ দেওয়া হলো।’
তারা হলেন, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুজ্জামান ও প্রভাষক আফসানা বেগম, পিএমই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ ওমর ফারুক, আর্কিটেকচার বিভাগের প্রভাষক ফারহা মুন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. সাদেকিন ইসলাম, বিএমবি বিভাগের প্রভাষক যুবাইর ইবনে দ্বীন, প্রভাষক ও রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ ইমরান হোসেইন।
তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
আরএইচ/এএসএম