শাহ আমানতে আড়াই কোটি টাকার সোনার বারসহ যাত্রী আটক

13 hours ago 5

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক ফ্লাইট থেকে ২০টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। সিভিল এভিয়েশন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং কাস্টমস গোয়েন্দারা তাকে আটক করেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চালানো যৌথ অভিযানে এসব সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার সোনার বারের দাম আনুমানিক ২ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানের ফ্লাইটের অভ্যন্তরে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিমানের ‘৯-জে’ সিটের নিচে প্লাস্টিক টেপ মোড়ানে অবস্থায় ২৪ ক্যারেটের ২০টি সোনার বার উদ্ধার করা হয়।

প্রকৌশলী ইব্রাহীম বলেন, উদ্ধার সোনার বার বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত চোরাচালানের উদ্দেশ্যে এগুলো আনা হয়। তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানান তিনি।

এমডিআইএইচ/কেএসআর/জিকেএস

Read Entire Article