চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে এক কেজি সোনাসহ নাট্যাভিনেত্রী অনামিকা জুথি (৩৪) ও মোহাম্মদ রায়হান ইকবাল (৩০) নামে দুই যাত্রীকে আটক করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) ও গোয়েন্দা সংস্থা।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি১৪৮’ ফ্লাইট থেকে ওই দুই যাত্রীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা জব্দ করা হয়। এরমধ্যে ২৪ ক্যারেটের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ সোনা ৫৪৩ গ্রাম এবং ১৯০ গ্রাম ২২ ক্যারেটের সোনা রয়েছে।
আটক অনামিকা রাজধানী ঢাকার শাহ আলী থানার মিরপুর সেকশন ১ ডি ব্লক ৯নম্বর রোডের ১০ নম্বর বাড়ির মনজুরুল কবিরের স্ত্রী এবং রায়হান ইকবাল চট্টগ্রামের রাউজান থানার গহিরা ইউনিয়নের দক্ষিণ গহিরা গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। এরমধ্যে অনামিকা একজন নাট্যাভিনেত্রী এবং দুই যাত্রীই নিয়মিত দুবাই যাওয়া আসা করেন বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেন, দুবাই থেকে আসা যাত্রী অনামিকা জুথি দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইন তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো দুই যাত্রী হাতব্যাগে বহন করছিলেন বলে জানান তিনি।
তিনি বলেন, দুই যাত্রী ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা পাঠিয়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করেন। বাজুসের তথ্য অনুসারে জব্দ করা স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা বলে জানান তিনি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানের ‘বিজি১৪৮’ ফ্লাইটটি সকাল ৮টা ৫০ মিনিটে অবতরণের কথা থাকলেও প্রায় ৪৮ মিনিট বিলম্বে ৯টা ৩৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। দুবাই থেকে আসা কানেক্টিং ফ্লাইটটি ৯টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা ১১টা ৩৪ মিনিটে শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করে।
এমডিআইএইচ/এমএএইচ/জেআইএম