শাহজাদপুরে কৃষকের জমিতে জোরপূর্বক গরু দিয়ে ঘাস খাওয়ানোর অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের জমিতে জোরপূর্বক গরু চড়িয়ে ৪বিঘা জমির ঘাস নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কৃষক হাজী মোঃ আব্দুল আজিজ শেখ বাদী হয়ে শাহজাদপুর থানায় শনিবার (৩ ডিসেম্বর) রাতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা ১১ টার দিকে হাজী মোঃ আব্দুল আজিজ শেখের ঘাসের জমিতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি গ্রামের মৃত কাজেম প্রামানিকের পুত্র মোঃ ফটিক হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ আঃ করিম, মোঃ আব্দুল মজিদ এবং আব্দুল মততিনের শতাধিক গরু হঠাৎই ছেড়ে দেয়। নিষেধ করা সত্ত্বেও গরু সড়িয়ে না নেয়ায় পুলিশে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক ধলাই নদী সাঁতরে পাড় করে নেয় গরুগুলো। এদিকে শতাধিক গরু এবং রাখালদের অল্প সময়ের তাণ্ডবেই কৃষকের অন্তত ৪ বিঘা জমির ঘাস পুরোপুরি নষ্ট হয়ে যায়। এদিন রাতেই হাজী মোঃ আব্দুল আজিজ শেখ বাদী হয়ে মোঃ ফটিক হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ আঃ করিম, মোঃ আব্দুল মজিদ এবং আব্দুল মতিনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের বিষয়ে কথা হলে গরু দিয়ে ঘাস খাওয়ানোর কথা স্বীকার

শাহজাদপুরে কৃষকের জমিতে জোরপূর্বক গরু দিয়ে ঘাস খাওয়ানোর অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের জমিতে জোরপূর্বক গরু চড়িয়ে ৪বিঘা জমির ঘাস নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কৃষক হাজী মোঃ আব্দুল আজিজ শেখ বাদী হয়ে শাহজাদপুর থানায় শনিবার (৩ ডিসেম্বর) রাতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা ১১ টার দিকে হাজী মোঃ আব্দুল আজিজ শেখের ঘাসের জমিতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি গ্রামের মৃত কাজেম প্রামানিকের পুত্র মোঃ ফটিক হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ আঃ করিম, মোঃ আব্দুল মজিদ এবং আব্দুল মততিনের শতাধিক গরু হঠাৎই ছেড়ে দেয়।

নিষেধ করা সত্ত্বেও গরু সড়িয়ে না নেয়ায় পুলিশে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক ধলাই নদী সাঁতরে পাড় করে নেয় গরুগুলো। এদিকে শতাধিক গরু এবং রাখালদের অল্প সময়ের তাণ্ডবেই কৃষকের অন্তত ৪ বিঘা জমির ঘাস পুরোপুরি নষ্ট হয়ে যায়।

এদিন রাতেই হাজী মোঃ আব্দুল আজিজ শেখ বাদী হয়ে মোঃ ফটিক হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ আঃ করিম, মোঃ আব্দুল মজিদ এবং আব্দুল মতিনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগের বিষয়ে কথা হলে গরু দিয়ে ঘাস খাওয়ানোর কথা স্বীকার করে মোঃ কাশেম জানান,"গরু দিয়ে ঘাস খাওয়াইছি, একশোবার খাওয়াবো। আমার জমি থেকে আমি খাওয়াইছি।"

অভিযোগের শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow