শাহজালাল বিমানবন্দরে পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ

5 days ago 14

ভয়াবহ আগুনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমদানি ও রপ্তানির পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এ অবস্থায় আমদানি-রপ্তানি কার্যক্রম বিশেষ ব্যবস্থায় চালু রাখার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর বলেছে, আপাতত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের (জিএসই বা গ্রাউন্ড সাপোর্ট ইকুয়িপমেন্ট মেইনটেন্যান্স) স্থান দিয়ে পণ্য খালাস প্রক্রিয়া চালু করেছে ঢাকা কাস্টম হাউস।

কাস্টমস কর্তৃপক্ষ উল্লিখিত স্থানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছে, ৯ নম্বর গেটে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সংযোগ স্থাপন করেছেন। ওই গেট দিয়ে পণ্যের খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে ঘটনাস্থলে ছিলেন নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, দুই  প্ল্যাটুন বিজিবিসহ পুলিশ-আনসার সদস্যরা। রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আমদানি করে রাখা প্রায় সব মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

Read Entire Article