শাহজাহানপুরে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

2 months ago 25

রাজধানীর শাহজাহানপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো- মো. ছাইদুল ইসলাম (২৬), মো. ওমর ফারুক (২০), মো. হৃদয় (২০) ও মো. সোহাগ (২৬)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১ ঘটিকায় শাহাজানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

শাহাজানপুর থানা সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টায় বাদী মো. আরিফুর রহমান তালতলা থেকে মগবাজার যাওয়ার জন্য হেঁটে রওয়ানা করেন। তিনি শাহজাহানপুর থানার আনসার ভিডিপি অফিসের বিপরীত পাশে রাস্তায় পৌঁছালে গ্রেপ্তারকৃতরা ধারালো চাকুর ভয় দেখিয়ে তার থেকে টাকা-পয়সা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন বাদীর চিৎকারে শাহজাহানপুর থানার টহল টিম জনসাধারণের সহায়তায় ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেপ্তার করে। 

এ ঘটনায় মো. আরিফুর রহমান নিজে বাদী হয়ে শাহজাহানপুর থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read Entire Article