শাহবাগ এলাকায় পিটুনিতে আহত যুবকের ঢামেকে মৃত্যু

3 months ago 8

রাজধানীর শাহবাগ এলাকায় পিটুনিতে আহত মো. আলম (৪০) নামের এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা মো. মিজান নামের এক ব্যক্তি জানান, শুক্রবার (৩০ মে) বিকেল ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় হাইকোর্ট মাজারের সামনে পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। তখন কর্তব্যরত চিকিৎসকরা তাকে ভর্তি দেয়। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলমের গ্রামের বাড়ি ভোলা জেলার সদর উপজেলায়। তিনি হাইকোর্ট এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার বিকেলে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা ঢামেক হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article