শাহবাগে বাসের ধাক্কায় ফুল ব্যবসায়ীর মৃত্যু

1 month ago 13

রাজধানী শাহবাগ এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামের এক ফুল ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ছয়টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেনের ছেলে মোঃ অনিক জানান, ‘আমার বাবা শাহবাগে ফুলের ব্যবসা করেন। আজ ভোরে শাহবাগে রাস্তা পারাপারের সময় শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায়। বর্তমানে হাজারীবাগের এলাকায় থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

কাজী আল-আমিন/এসআইটি/এএসএম

Read Entire Article