শাহরুখের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে যা বললেন আমির খান

2 months ago 7

বলিউড কাঁপানো দুই সুপারস্টার শাহরুখ খান ও আমির খানের মধ্যকার স্নায়ু যুদ্ধ ছিল অন্যতম আলোচিত এক অধ্যায়। ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষ সবই ছিল সেই সম্পর্কের ছায়াসঙ্গী। একে অন্যের প্রতি মন্তব্যে বারবার উত্তাল হয়েছে সিনে অঙ্গন। তবে সময় বদলেছে, বদলেছে মনোভাবও। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান যা বললেন, তা যেন অতীতের সব তিক্ততার ওপর টেনে দিল বন্ধুত্বের পর্দা। সেই পুরোনো সংঘাতকে তিনি আখ্যা দিলেন ‘ছেলেমানুষি’ হিসেবে, যা নতুন করে চর্চিত বিষয় হয়ে উঠেছে বলিউডে। 

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে আমির খান বলেন, একটা সময়ে এমন ছিল যখন আমি ও শাহরুখ দুজনই একে অন্যের বিরুদ্ধে অনেক কিছু বলেছি। মনে হয় তখন সে আমার ওপর কোনো কারণে বিরক্ত ছিল। আসলে আমি সাক্ষাৎকারের মধ্যে অন্য কাউকে নিয়ে সেভাবে কথা বলি না তাই এগুলো বলিনি আগে।’

একই সময়ে বলিউডে ক্যারিয়ার শুরু করা এই দুই খানের বক্স অফিস দখল ও একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা ছিল ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত বিষয়। একটা সময় মাত্র দুমাসের ব্যবধানে মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত 'মাই নেম ইজ খান' এবং আমিরের 'থ্রি ইডিয়টস'।  

এদিকে সিনে-বিশ্লেষকরা মনে করছেন, এই দুই সুপারস্টারের মধ্যকার এই ‘সন্ধি’ যদি সত্যিই হয়, তবে তা শুধু তাদের জন্য নয় বরং দর্শকদের জন্যও নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা।

Read Entire Article