শাহানাজ শিউলীর ছড়া: ঈদ আনন্দ

1 day ago 14

বাঁকা চাঁদের ওই হাসিতে
খুশির নাচন নাচল মন,
সব পাখি গাইল সাথে
নাচলো আরও ফুলের বন।

ফুলের বুকে সুবাস যত
ছড়িয়ে দিলো রাশি রাশি,
সব ভেদাভেদ ভুলে গিয়ে
বাজল আবার মিলনবাঁশি।

ঈদগাহেতে পড়বে নামাজ
করবে সবাই কোলাকুলি,
ঈদের খুশি ভাগ করতে
গরিব-দুঃখী নাইবা ভুলি।

কোরমা-পোলাও, ফিরনি-সেমাই
রান্না হবে বাড়ি বাড়ি,
ছেলে-মেয়ের নতুন পোশাক
মা-বোনেরা পরবে শাড়ি।

নিত্য যদি এমন হতো
লাগতো সবার কত ভালো,
ঈদ আনন্দ ঘরে ঘরে
নিভিয়ে দিক আঁধার কালো।

এসইউ/এমএস

Read Entire Article