শিক্ষকদের আন্দোলন: সুপ্রিম কোর্টের আশপাশে নিরাপত্তা জোরদার

2 hours ago 3

২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। নিরাপত্তা জোরদারে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

 সুপ্রিম কোর্টের আশপাশে নিরাপত্তা জোরদার

আরও পড়ুন
আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা উপদেষ্টার
সব অপরাধের প্রাণভোমরা শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় পর্যন্ত এলাকায় শিক্ষকরা নানান কর্মসূচি পালন করছেন। এসব কর্মসূচির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এফএইচ/কেএসআর/জেআইএম

Read Entire Article