‘শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান না, এমন উপদেষ্টা দরকার নেই’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান না, সেই উপদেষ্টার দরকার নেই।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, ১০ দিন ধরে শিক্ষকরা এখানে আন্দোলন করছেন। আমরা প্রথম দিন থেকেই শিক্ষকদের এ ন্যায্য দাবির সঙ্গে অবস্থান নিয়েছি। প্রেস ক্লাব থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত আমরা শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।
শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি দায়িত্ব নেওয়ার পর ভেবেছিলাম একটা শিক্ষা সংস্কার কমিশন করে শিক্ষকদের প্রাধান্য দিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষকদের যে দাবি সেটিকে রাষ্ট্রের প্রায়োরিটি লিস্টের সবসময় শেষের দিকে রাখা হয়।
তিনি আরও বলেন, আপনার যে দারোয়ান, আপনার গাড়ির যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভারের খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে পাঁচতলা বাড়ি রয়েছে। আপনার বাসায় যে রান্না করে, যে বাবুর্চি তাদের বেতন এই শিক্ষকদের বেতনের থেকেও বেশি। এই জাতি গড়ার কারিগররা জীবন-যাপন করেন চতুর্থ শ্রেণির।
হাসনাত বলেন, আমরা ভেবেছিলাম এই শিক্ষা উপদেষ্টা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি শিক্ষকদের কষ্ট বুঝবেন। কিন্তু আমরা দেখলাম উনি আর রুম থেকে বের হতে চান না। শিক্ষকের সঙ্গে কথাই বলতে চান না।

2 weeks ago
13









English (US) ·