শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

বিশ্ববিদ্যালয় শিক্ষকরা দলীয় রাজনীতির লেজুড়বৃত্তি করতে গিয়ে শিক্ষার পরিবেশ ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আমরা দেখেছি রাজনৈতিক দুর্বৃত্তায়ন কোথায় চলে গেছে। শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছেন। আমাদের প্রত্যাশা থাকবে, শিক্ষকরা আমাদের সঠিক পথ দেখাবেন। আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখবেন। শুক্রবার (২১ নভেম্বর) ঝিনাইদহের শৈলকূপার হাবিবপুর আব্দুল কাদের দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ। সভায় অ্যাটর্নি জেনারেল বলেন, একটি সমাজ, একটি দেশ, একটি দেশের জনগণ তখনই সুস্থ থাকবে, যখন সে দেশের শিক্ষক সমাজ রাষ্ট্র পরিচালনায় তাদের মতামত ব্যক্ত করতে পারবেন।  তিনি আরও বলেন, আমরা যেমন শিক্ষার দিকে নজর দিচ্ছি, তেমনি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক বিমল কুমার সাহা, শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল,

শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

বিশ্ববিদ্যালয় শিক্ষকরা দলীয় রাজনীতির লেজুড়বৃত্তি করতে গিয়ে শিক্ষার পরিবেশ ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আমরা দেখেছি রাজনৈতিক দুর্বৃত্তায়ন কোথায় চলে গেছে। শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছেন। আমাদের প্রত্যাশা থাকবে, শিক্ষকরা আমাদের সঠিক পথ দেখাবেন। আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

শুক্রবার (২১ নভেম্বর) ঝিনাইদহের শৈলকূপার হাবিবপুর আব্দুল কাদের দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ।

সভায় অ্যাটর্নি জেনারেল বলেন, একটি সমাজ, একটি দেশ, একটি দেশের জনগণ তখনই সুস্থ থাকবে, যখন সে দেশের শিক্ষক সমাজ রাষ্ট্র পরিচালনায় তাদের মতামত ব্যক্ত করতে পারবেন। 

তিনি আরও বলেন, আমরা যেমন শিক্ষার দিকে নজর দিচ্ছি, তেমনি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক বিমল কুমার সাহা, শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, রোটেক্স বাংলাদেশের পরিচালক রোকনুজ্জামান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow