শিক্ষকের অপসারণ দাবিতে ভিক্ষুক সেজে প্রতিবাদ

1 month ago 27
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষক মোতাহার হোসেনের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা ভিক্ষুক সেজে মিছিল করে।  বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তারা চন্দ্রার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভিক্ষুক মিছিল ও প্রতিবাদ সভা করে। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক মোতাহার হোসেন দীর্ঘদিন ধরে অসদাচরণ ও অনিয়মের সঙ্গে জড়িত। তার অপসারণের দাবিতে পূর্বেও একাধিকবার আন্দোলন হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার ব্যতিক্রমী পদ্ধতিতে প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলে, আমরা চাই, আমাদের শিক্ষাঙ্গণ হোক দুর্নীতি ও অনিয়ম মুক্ত। অনৈতিক কাজে জড়িত কোনো শিক্ষক আমাদের প্রতিষ্ঠানে থাকতে পারেন না। প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। আন্দোলনের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয় এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করে। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহম্মদ বলেন, শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Read Entire Article