শিক্ষা ক্যাডার নিয়োগের বিশেষ বিসিএসে কোন বিষয়ে কত পাস

1 day ago 4

৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নিয়োগ করা হবে। এ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১ হাজার ২১৯ জন উত্তীর্ণ হয়েছেন। এখন তাদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়োগের সুপারিশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্র জানায়, বিশেষ এ বিসিএসের নিয়োগের পদ্ধতি, ফল প্রকাশের ধরন সবই ভিন্ন। সাধারণ বিসিএসে কাট মার্কস নির্ধারণ যেভাবে হয় এ বিসিএসে সেভাবে হয়নি। কারণ বিষয়ভিত্তিক শিক্ষা ক্যাডার নিয়োগ দেওয়া হবে। যে বিষয়ে পদ যত, তার বিপরীতে সামঞ্জস্যপূর্ণ সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে।

কোন বিষয়ে কত পাস, শূন্যপদ কত

বাংলায় ৬৪টি শূন্যপদের বিপরীতে উত্তীর্ণ হয়েছে ৯৯ জন, ইংরেজিতে ৫৪ পদে উত্তীর্ণ ১০২ জন; রাষ্ট্রবিজ্ঞানে ৫৯ পদে উত্তীর্ণ ৯৬ জন; দর্শনে ৩০ পদের বিপরীতে ৫০ জন, অর্থনীতিতে ৪০ পদের বিপরীতে ৬৬ জন, প্রাণিবিদ্যায় ১৫ পদের বিপরীতে ৩০ জন, ইতিহাসে ৩০ পদের বিপরীতে ৫০ জন, সমাজকল্যাণে ২৫ পদের বিপরীতে ৪১ জনকে উত্তীর্ণ করা হয়েছে।

রসায়নে ৩০টি শূন্যপদের বিপরীতে লিখিত পরীক্ষায় পাস করেছেন ৫০ জন, ইসলামী শিক্ষায় ১৫টি বিপরীতে ৪৩ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২ পদের বিপরীতে ৫১ জন, পদার্থবিদ্যায় ২৫ পদের বিপরীতে ৪০ জন, উদ্ভিদবিদ্যায় ২৪ পদের বিপরীতে ৩৯ জন, সমাজবিজ্ঞানে ১৫ পদের বিপরীতে ৩০ জন, গণিতে ৩২ পদের বিপরীতে ৫৯ জন, ভূগোলে ১৯ পদের বিপরীতে ৫০ জন, হিসাববিজ্ঞানে ৩০ পদের বিপরীতে ৫১ জন, মার্কেটিংয়ে ১০ পদের বিপরীতে ২০ জন পাস করেছেন।

এছাড়া ব্যবস্থাপনায় ৩২ পদের বিপরীতে ৪৯ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ২০ পদের বিপরীতে ৩৫ জন, মনোবিজ্ঞানে ১০ পদের বিপরীতে ২০ জন, কৃষিবিজ্ঞানে ৫ পদের বিপরীতে ১৩ জন, পরিসংখ্যানে ১৫ পদের বিপরীতে ২৯ জন, সংস্কৃতের ৫ পদের বিপরীতে ১৪ জন, গার্হস্থ্য অর্থনীতিতে ৮ পদের বিপরীতে ২৮ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ২৫ পদের বিপরীতে ৪৪ জন, খাদ্য ও পুষ্টিতে ২ পদের বিপরীতে ৫ জন এবং শিক্ষায় ৬টি শূন্যপদের বিপরীতে ১৫ জনকে প্রাথমিকভাবে উত্তীর্ণ করা হয়েছে।

এদিকে ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হবে। এ পরীক্ষায় সময়সূচি পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) হয়। শুধুমাত্র ঢাকা মহানগরে এ পরীক্ষার কেন্দ্র ছিল। এতে অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন।

এএএইচ/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article