শিক্ষা ক্যাডারে পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৭০ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার।  বৃহস্পতিবার দিবাগত রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে, যা আজ শুক্রবার (২১ নভেম্বর) জানা যায়। আদেশে উল্লেখ করা হয়েছে, প্রভাষক পর্যায়ের এসব কর্মকর্তাকে (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেড, ৩৫,৫০০-৬৭,০১০ টাকা) সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে স্ব স্ব কলেজ বা দপ্তরে ইনসিটু হিসেবে পদায়ন করা হলো। পদোন্নতিপ্রাপ্তরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে পূর্বের পদের দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্তদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। সহকারী অধ্যাপকরা ঢাকা কার্যালয়ের পরিবর্তে নিজ নিজ কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতা পাবেন।  উল্লেখ্য, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদোন্নতির জট আছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ আছে। বছরের পর বছর পদোন্নতি না হওয়ায়

শিক্ষা ক্যাডারে পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৭০ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার।  বৃহস্পতিবার দিবাগত রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে, যা আজ শুক্রবার (২১ নভেম্বর) জানা যায়। আদেশে উল্লেখ করা হয়েছে, প্রভাষক পর্যায়ের এসব কর্মকর্তাকে (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেড, ৩৫,৫০০-৬৭,০১০ টাকা) সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে স্ব স্ব কলেজ বা দপ্তরে ইনসিটু হিসেবে পদায়ন করা হলো। পদোন্নতিপ্রাপ্তরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে পূর্বের পদের দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্তদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। সহকারী অধ্যাপকরা ঢাকা কার্যালয়ের পরিবর্তে নিজ নিজ কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতা পাবেন।  উল্লেখ্য, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদোন্নতির জট আছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ আছে। বছরের পর বছর পদোন্নতি না হওয়ায় প্রভাষক পর্যায়ের কর্মকর্তারা সম্প্রতি আন্দোলনে নেমেছিলেন। অবশেষে তাদের পদোন্নতি হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow