শিক্ষা প্রতিষ্ঠানকে আর ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে দেওয়া হবে না : সেলিমুজ্জামান

5 hours ago 7

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জলিরপাড় বঙ্গরত্ন কলেজের গভর্নিং বডির সভাপতি সেলিমুজ্জামান সেলিম বলেছেন, স্কুল-কলেজ এখন আর ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। এগুলো আর ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে দেওয়া হবে না।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড় বঙ্গরত্ন কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিমুজ্জামান বলেন, জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গরত্ন কলেজের অধ্যক্ষ সামির কান্তি শাখারী। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন, সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক আনিসুজ্জামান মোল্লা, প্রভাষক আজাদ আলী শিকদার, প্রভাষক আসাদুজ্জামান টিটোসহ অন্য অন্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

সেলিমুজ্জামান আরও বলেন, বিএনপি বিশ্বাস করে- রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নের যে উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শিক্ষা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন। আগামী দিনের বাংলাদেশে শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিগত ফ্যাসিস্ট সরকার এগুলো করেনি। তাই হয়নি। যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে দেশের শিক্ষা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে।

এর আগে মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মণ্ডল, সহকারী অধ্যাপক সৈয়দ জাহিদুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিচুর রহমান লিমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফোরকান শরীফ টিটু,কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), একাদশ শ্রেণির শিক্ষার্থী নাজমুল হাসান ফকির, শিউলি আক্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read Entire Article