দেশে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের (এসইউপি) ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প পণ্যসামগ্রী ব্যবহার করতে বলা হয়েছে। স্ট্র, স্টারার, প্লাস্টিক ব্যানারসহ বিভিন্ন সামগ্রীর ব্যবহার বন্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। একই নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদরাসা শিক্ষা অধিদপ্তরও।
চিঠিতে বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০২৪ সালের ২৮ আগস্ট একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণকল্পে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে বিকল্প পণ্যসামগ্রী ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়।
বায়ুদূষণ, শব্দদূষণ, প্লাস্টিকদূষণ, পানিদূষণসহ সার্বিকভাবে পরিবেশ দূষণরোধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-সহ অন্যান্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালা এবং বিভিন্ন আন্তর্জাতিক আইনের আলোকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রীর বিকল্প হিসেবে প্লাস্টিকের ফাইল-ফোল্ডারের পরিবর্তে কাগজ বা পরিবেশবান্ধব অন্যান্য সামগ্রীর তৈরি ফাইল ও ফোল্ডার ব্যবহার এবং প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কটন, জুট ফেব্রিকের ব্যাগ ব্যবহার করতে বলা হয়েছে।
প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাঁচের বোতল ও কাঁচের গ্লাস ব্যবহার করতে বলা হয়েছে। দাওয়াতপত্র, ভিজিটিং কার্ড ও বিভিন্ন ধরনের প্রচারপত্রে প্লাস্টিকের লেমিনেটেড পরিহার করতে বলা হয়।
এছাড়া প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে কটন ফেব্রিক, জুট ফেব্রিক বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি ব্যানার ব্যবহার করতে বলা হয়েছে। প্লাস্টিকের কলমের পরিবর্তে পেনসিল, কাগজের কলম ব্যবহার করতে বলা হয়েছে।
এএএইচ/বিএ/এমএস