শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ আগস্টের পর থেকে শিবিরের দখলদারত্ব বাড়ছে

3 months ago 56

চট্টগ্রাম-রাজশাহীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ আগস্টের পর থেকে ছাত্রশিবিরের দখলদারত্ব বাড়ছে বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। তিনি বলেন, দেশের প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্ত ও প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় নাসির উদ্দিন নাসির দাবি করে বলেন, গত সাড়ে ১৫ বছর ধরে ছাত্রশিবির গণতান্ত্রিক আন্দোলনে সেভাবে অংশগ্রহণ করেনি। তারা মূলত নিজেদের নেতাদের মুক্তির আন্দোলনে নিয়োজিত ছিলেন। ১৪, ১৮, ২৪ তারিখের ভোটের অধিকারের জন্য দেশের যে গণআন্দোলন হয়েছে, সেখানে তাদের উপস্থিতি কম ছিল।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে তারা ক্যাম্পাসগুলোতে এক ধরনের দখলদারত্ব শুরু করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক মিছিলে তারা হামলা চালিয়েছে, আর চট্টগ্রামে একজন নারী শিক্ষার্থীকে আক্রান্ত করেছে। বামপন্থি দলগুলোর মিছিলে তারা প্রকাশ্যে হামলার চেষ্টা করেছে।

নাসির বলেন, গুপ্ত রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে, যা এখন স্পষ্ট হয়ে উঠেছে। কুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল গণতান্ত্রিক রাজনীতি করতে চেয়েছিল, কিন্তু শিবিরের হামলার কারণে আমাদের সমর্থকদের ওপর প্রতিহিংসামূলক আচরণ হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিতে মব গঠন করা হয়েছে।

শেষে তিনি বলেন, আমরা চাই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ্যে ও সুষ্ঠু গণতান্ত্রিক রাজনীতি হোক। কোনো গুপ্ত রাজনীতি বা সহিংসতায় সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা উচিত নয়।

কেএইচ/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article