শিক্ষার্থী হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে আল্টিমেটাম

3 months ago 59
রাজবাড়ী শহরের বিনোদপুরে কলেজ শিক্ষার্থী তানভীর শেখ (২০) খুন হন গত মঙ্গলবার রাতে। পরদিন তার দাফন শেষে হত্যাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তানভীরের স্বজন ও সহপাঠীরা। ৪৮ ঘণ্টা শেষে গতকাল রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে তানভীরের সহপাঠী ও বন্ধুদের আয়োজনে মানববন্ধন হয়। পরে বিক্ষোভ ও সমাবেশ করেন তারা। সরকারি উচ্চবিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পান্নাচত্বর দিয়ে রাজবাড়ীর ১ নম্বর রেলগেট হয়ে একই স্থানে এসে শেষ হয়। ওসি মাহমুদুর রহমান বলেন, পুলিশ মামলার তদন্ত করছে। দুজন আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
Read Entire Article